print this page
Pc trips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Pc trips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পিসিতে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করুন আপনার রবি সিম দিয়ে (VPN)

আস্সালামু আলাইকুম ।
কেমন আছেন আপনারা?
আশা করি সকলে ভালো আছেন ।
এই পর্যন্ত আপনারা Pd Proxy, Proxifier, Ispce ও নানা রকম Vpn দিয়ে ফ্রি নেট চালিয়েছেন ।
এবং আমার জানা মতে কিছুদিন আগে সকলে PD PROXY দিয়ে ফ্রি নেট চালাচ্ছিলেন ।
কিন্তু এখন তা আর চলছে না । তাই আজ আপনাদের জন্য নতুন একটি সিস্টেম নিয়ে এলাম ।
আমি গত ১ মাস যাবত এই সিস্টেমে ফ্রি নেট ব্যবহার করছি । এইটির সবচেয়ে বড় সুবিধা হল এইটির কোন লিমিট নেই এবং এ্যাকাউন্ট খোলার কোন ঝামেলাও নেই । এটি আনলিমিটেড ।
তাই আশা করি আপনাদের ভালো লাগবে ।
যা যা লাগবেঃ

১। মডেম অথবা Mobile With Pc Suite
২। Robi সিমে যেকোন একটি প্যাকেজ থাকতে হবে ।
৩। ProXPN নামক একটি সফটওয়্যার লাগবে ।


প্রথমে এখান থেকে ProXPN.exe নামক সফটওয়্যারটি ডাউনলোড করুন ।
এবার এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল দিন । সফটওয়্যারটি ওপেন করতে হবে না ।
ইনস্টল শেষে এইখানে যানঃ C://Program Files/proxpn/bin/


এবার উপরের পিকচারে যেই চারটি ফাইল (openssl.exe, openvpn.exe, proxpn.exe, tapinstall.exe) কে দেখানো হয়েছে সেই চারটি ফাইলকে একটি একটি করে Administrator Permission দিতে হবে ।
যেকোন একটি ফাইলকে সিলেক্ট করুন এরপর মাউসের Right Button এ ক্লিক করুন এরপর নিচের দিকে এসে Properties এ ক্লিক করুন ।

এরপর Compatibility এ ক্লিক করুন, এরপর Run this program as an administrator অপশনটিকে mark করুন তারপর OK বাটনে ক্লিক করন । এইভাবে চারটি ফাইলকে Administrator Permission দিন ।
এবার Vpn Settings.zip ফাইলটি ডাউনলোড করুন ।
ডাউনলোড হয়েগেলে ফাইলটি Extract করুন । Extract করলে এই দুইটি ফাইল পাবেনঃ Vpn Settings.ovpn ও vpn.txt
এবার এই ফাইল দুইটিকে আপনার পিসির Desktop এ রাখুন ।


[Note : এই ফাইল দুইটিকে আপনার পিসির Desktop এ না রেখে যদি অন্য কোন ফোল্ডারে রাখেন তাহলে ফ্রি নেট চলবে না ]
সেটিংস এর কাজ শেষ ।
যে কাজটি প্রতিবার করতে হবেঃ

১। প্রথমে আপনার Robi সিমে যেকোন একটি ইন্টারনেট প্যাকেজ এ্যকটিভ করুন এবং নেট কানেক্ট করুন (নরমালি যেভাবে করেন) । [ Small Package = 4 MB Price : 2.30 tk (with vat). Dial *8444*4# to Active this Package. For Check Dial *8444*88#]
২। এবার Vpn Settings.ovpn ফাইলটিকে সিলেক্ট করে মাউসের Right button এ ক্লিক করুন, এরপর Start proXPN on this config file এ ক্লিক করুন । ক্লিক করলে একটি কালো পেইজ আসবে এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন…


যদি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কালো পেইজটি উপরের পিকচার এর মতো হবে । লক্ষ্য রাখবেন শেষ লাইনটি এমন হবে “Initialization Sequence Completed” । এবার এই কালো পেইজটিকে মিনিমাইজ করে রাখুন । এই পেইজটিকে Cancel করবেন না ।
[Note : ২ নং কাজটি ১ নং কাজ শেষ হবার সাথে-সাথেই করবেন ]
আপনার পিসি এখন ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য সম্পন্ন প্রস্তুত ।
এখন আপনি আপনার পিসিতে Firefox, Chorome, IDM, Skype, ইত্যাদি যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারবেন ।
কিছু গুরুত্বপূন কথাঃ

যদি কোন কারনবসত আপনার নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাই অথবা আপনার মডেমটি পিসি থেকে বের করে নেন তাহলে আপনার প্যাকেজের সম্পন্ন MB অথার্ত 4 MB কেটে নিবে । মোবাইলের টাকা কাটবে না ।
এক্ষেত্রে আপনাকে পুনরায় নতুন একটি প্যাকেজ নিতে হবে । কিন্তু Robi সিমে প্যাকেজ এর MB শেষ হয়েগেলেও প্যাকেজটি থেকে যাই এজন্য পুনরায় একই প্যাকেজ নিতে হলে প্রথমে পূর্বের প্যাকেজটি Cancel করতে হবে । এর জন্য ডায়াল করুন *8444# এরপর 2 চেপে ok করুন এরপর 1 চেপে ok করুন এরপর আবার 1 চেপে ok করুন । তাহলে আপনার প্যাকেজটি Cancel হয়ে যাবে । এবার আগের মতো করে *8444*4# ডায়াল করে নতুন একটি 4 MB এর প্যাকেজ এ্য্যকটিভ করুন ।
4MB কে রক্ষা করার উপায়ঃ অনেক খোজাখুজি করে একটি উপায়টি বের করেছি । এই উপায়টি একটু ঝামেলার । তারপরও অনেকেই এই উপায়টি দ্বারা উপকৃত হবেন ।
তাই এটি শেয়ার করছি । উপায়ঃ আপনি যদি মোবাইল দিয়ে পিসিতে নেট ব্যবহার করেন তাহলে মোবাইল থেকে ব্যাটারে খুলে নিন, এবার মোবাইলে ব্যাটারি লাগিয়ে চালু করুন দেখবেন 4 MB রয়েগেছে ।
আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ।
1 মন্তব্য(গুলি)

ফ্রি ইন্টারনেট চালান গ্রামীণফোন সিম দিয়ে (2G+3G)

আবার হ্যাক হল গ্রামীণফোন ইন্টারনেট। কয়েক মাস আগেও আমরা জিপি ইন্টারনেট ব্যবহার করেছি ফ্রি তে, কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়, পুনরায় জিপি ইন্টারনেট হ্যাক হল। আবার তা থ্রি-জি ইন্টারনেট এও কার্যকর।
প্রথমে নিচের লিঙ্ক টি থেকে প্রক্সি সফটওয়্যার টি ডাউনলোড করে ইনস্টল কুরুন।
Download From Here
এবার সফটওয়্যার টি ওপেন করে Tools এ গিয়ে Option সিলেক্ট করুন

Option ওপেন হলে Connection এ গিয়ে Proxy Setting Manual সিলেক্ট করে নিচের ইনফর্মেশন গুলো লিখুন।
Host: 98.255.67.150
Port: 27977

এবার Ok করে সফটওয়্যার টি Close করুণ এবং পুনরায় চালু করে Play বাটন সিলেক্ট করে শুরু করুণ ফ্রি browsing।
[Note: আপনার সিম এ যেকোনো একতা থ্রি-জি package চালু রাখবেন এবং সিম এ কোনো টাকা রাখবেন না, সফটওয়্যার টি চালু থাকা অবস্থায় browsing এবং ডাউনলোড করলে আপনার package থেকে ইন্টারনেট কাটবে না।]
0 মন্তব্য(গুলি)

মোবাইল এর সিকিউরিটি কোড জানার সফটওয়্যার (মাত্র ৭৬৪ kb)

হুম ঠিকই দেখেছেন। মাত্র ৭৬৮ কেবি এর একটি সফটওয়্যার পারে নোকিয়া,এলজি, অ্যাপল সহ আরও অনেক ব্র্যান্ড এর মোবাইল এর সিকিউরিটি কোড!!! অনেক সময় আমাদের মোবাইল ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে। তখন দৌড়াই মোবাইল সার্ভিস এর দোকানে। আর দোকানীও সুযোগ বুঝে দাও মারে, পকেট কেটে ফাঁকা করে আমাদের। ব্র্যান্ড আর মডেল বুঝে দাম করে। আপনি একটু সচেতন হলেই পারেন এই অনর্থক পকেট কাটা থেকে মুক্তি পেতে!!! এখনি এই ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আপনার কম্পিউটারে। এটি ইন্সটলও করা লাগে না!! রান করলেই চলে। তারপর ডান পাশে ব্র্যান্ডগুলো থেকে বেছে নিন আপনার দরকারি ব্র্যান্ডটি। ব্র্যান্ড এর লোগোতে ক্লিক করলেই দেখবেন ওই ব্র্যান্ড এর সব দরকারি কোড গুলো দেখাচ্ছে। তারপর আপনার ইচ্ছে মত মোবাইল রিসেট দিন, লক খুলুন যা ইচ্ছা করুন।
বিঃ দ্রঃ কারো কোন ক্ষতি করলে আমি কিছু জানি না :P যা করার নিজ দাইয়ত্তে করবেন। ধন্যবাদ :)
Click Here To Download
0 মন্তব্য(গুলি)

স্লো হয়ে গেছে আপনার পিসি !!! তাহলে করে নিন নতুনের মতো ফার্ষ্ট!!!ফ্রিতে নিন Advanced System Care, সাথে আছে প্রিমিয়ার Activation Key

স্লো হয়ে গেছে আপনার পিসি !!! তাহলে করে নিন নতুনের মতো ফার্ষ্ট!!!
ফ্রিতে নিয়ে নিন Advanced System Care, সাথে আছে প্রিমিয়ার Activation Key Free !!!!
File Size- 33 MB.
Advanced System Care সফটওয়্যারটি ১৫০ মিলিয়ন কম্পিউটার ইউজার ব্যবহার করে । আপনিও ব্যবহার করে দেখুন ।

আপনার কম্পিউটার কি মারাত্মক স্লো ??? কোন কাজ ই করতে পারছেন না ??
মাত্র তিনটি ট্রিকস্..........এবং ফ্রিতে নিন একটি সফ্টওয়্যার..... লাইসেন্স কী সহ......
সাধারনত তিনটি কারন এর জন্য দায়ী, সেগুলো হলঃ
১) ভাইরাস সমস্যা, অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস আছে
২) কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running আছে
৩) আপনার কম্পিউটারটি অনেকদিন Optimize করা হয় নি
এই তিনটি সমস্যার সমাধান পর্যায়ক্রমে আলোচনা করব আমরাঃ
**সমস্যা-১: (ভাইরাস সমস্যা, অর্থাৎ আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস আছে)
সমাধানঃ আপনার কম্পিউটারে একটি ফুল ভাইরাস Scan করুন ।
আপনার যদি কোন অ্যান্টিভাইরাস না থাকে তাহলে আমি avast অ্যান্টিভাইরাস ডাউনলোড করার পরামর্শ দিব । অথবা আপনার পছন্দমতো কোন এন্টিভাইরাস ডাউনলোড করুন এবং সেটাপ দিন।অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটার Full and Deep Scan দিন ।
**সমস্যা-২: (কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড-এ Useless Program Running আছে)
সমাধানঃ Remove করুন Useless Start up Program গুলো্ ।
আপনার Pc Startup list এ যে প্রোগ্রাম গুলো আছে, তা আপনার কম্পিউটার এর স্টার্ট আপ এর গতি স্লো করে । শুধু স্টার্ট আপ এর গতি স্লো করে তাই নয় এগুলো আপনার সিস্টেমকেও স্লো করে । আর আপনার র্যা ম Utilize করতে থাকে । এজন্য Startup program গুলো Remove করতে হবে ।
Startup program remove করতে চাইলে নিম্নোক্ত স্টেপগুলো অনুসরন করুনঃ
Start> run> msconfig > startup ট্যাবে যান> তারপর unchecked করুন যে প্রোগ্রাম গুলো আপনি পিসি চালুর সময় অটোরান না করতে চান ।
**সমস্যা-৩: (আপনার কম্পিউটারটি অনেকদিন Maintenance & Optimization করা হয়নি)
সমাধানঃ অনেক কম্পিউটার ইউজাররা Maintenance & Optimization সম্পর্কে জানেনা । কিন্তু এটা অবশ্যই জানা দরকার ।
আপনার কম্পিউটার এর স্পীড বাড়বে যদি আপনার কম্পিউটার সঠিক ভাবে Optimization করেন ।
আমি আপনাদের যে সফটওয়ার টি ইন্সটল করতে বলব টা হল Advanced System Care Free. এই সফ্টওয়্যারটি আপনার কম্পিউটার-এর যত্ন নিতে সাহায্য করবে । আর আপনাকে কম্পিউটার Optimize করতে সাহায্য করবে ।
প্রথমে Advanced System Care Free ডাউনলোড করুন । সাথে আছে লাইসেন্স কি.... ফ্রি!!!
ডাউনলোড লিংকঃ https://copy.com/E0ADLLpDQ4DO
তারপর ইন্সটল করুন এবং রান করুন। রান করার পর যে উইন্ডো আসবে সেখানে অনেক অপশন আছে, একেক অপশন আলাদাভাবে একেক কাজ করে । আপনি যদি বুঝেন ভাল, না বুঝলেও সমস্যা নাই ।
আপনি “SCAN” এই লেখাটায় ক্লিক করুন। দেখবেন সব অটোমেটিক সমস্যাগুলো ধরে দিবে এবং আপনি এর পর অটো-রিপেয়ার-এ ক্লিক করুন, সব অটোমেটিক সমাধান হয়ে যাবে। Maintenance & Optimization এর কাজ শেষ ।
Advanced System Care সফটওয়্যারটি ১৫০ মিলিয়ন কম্পিউটার ইউজার ব্যবহার করে । আপনিও ব্যবহার করে দেখুন ।
নিজে সুস্থ থাকুন এবং আপনার কম্পিউটারকেও সুস্থ রাখুন ।///
0 মন্তব্য(গুলি)

ছবি থেকে ফন্ট খুজে বের করার ছোট্ট একটি টিপস

ডিজাইনার?
ক্লাইন্ট ছবিতে লেখা দেখিয়ে বলছেন ফন্টগুলো দেখতে ঠিক তেমনটিই হতে হবে, কিন্তু ফন্টটি আপনার অচেনা?
তবে কাঙ্খিত ফন্টের নাম কিভাবে খুজে বের করবেন!!!!
খুব সহজেই সেটি করা যায়,
১. প্রথমে http://www.myfonts.com/WhatTheFont/ এই লিঙ্কে যান, ব্রাউজে ক্লিক করে যে ফন্টটির নাম জানা প্রয়োজন সেটির লোকেশন দেখিয়ে দিন তারপর Continue বাটন চাপুন।1
২. এখানে উদাহরণ স্বরূপ Phil লিখাটি আপলোড করলাম।
৩. তারপরের পেজে আসবে ক্যারেক্টার সিলেকশন অপশন, এখানে দেখুন টূলসটি যে যে ক্যারেক্টার অটোম্যাটিক ধরতে পারছে সেগুলোর ছবি উপরে দেয়া এবং এর নিচে ক্যারেক্টারগুলো লিখা আছে। এখানে দেখুন টুলটি শুধুমাত্র P ক্যারেক্টার চিনতে পেরেছে। বাকিগুলো সে সাজেস্ট করছে আপনাকে ফিলআপ করতে কারণ অক্ষরগুলো একসাথে লেগে ছিল।
একটা কথা এখানে বলে রাখা ভাল, যে ফন্টের ছবি আপলোড করবেন চেষ্টা করবেন তার অক্ষরগুলো একটার সাথে আর একটা যেন লেগে না থাকে। ক্যারেক্টার যদি একটার সাথে আর একটা লেগে থাকে তবে সঠিক ফন্টটি খুজে পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। নিচের ছবিতে দেখুন, P অক্ষরটি আলাদা ছিল তাই অটোমেটেড টুলসটি সেটিকে আলাদা রেখেছে, আর বাকি তিনটি অক্ষরের পায়ের কাছে একটার সাথে আরেকটা লেগে আছে তাই সেগুলোর সাজেশন দেখাচ্ছেনা।2
৪. এবার, ক্যারেক্টার সিলেকশন অপশনে টুলটি যে যে ক্যারেক্টারগুলো সঠিকভাবে চিনতে পেরেছে সেগুলো ঠিক রেখে (ছবিতে শুধু P ক্যারেক্টারটি ঠিক রেখেছি) Continue বাটন চাপুন। দেখবেন, আপনার ইমেজের সাথে মিল রেখে অনেকগুলো ফন্টের সাজেশন দেখাচ্ছে। এখানে দেখুন, প্রথম তিনটি ফন্ট দেখতে ছবির ফন্টটির মত নয়, কিন্তু চার নাম্বারটি প্রায় অবিকল মিলে যায়।
3
পরবর্তী কাজতো সোজা, এই সাইটে যে ফন্টটি খুজে পেয়েছেন সেটি ফ্রি ডাওনলোড করতে পারবেন না। ফন্টের নামটি কপি করে গুগলে সার্চ দিন, আশা করি একটু কষ্ট করে খুজলেই ফ্রিতে ডাওনলোড করে নিতে পারবেন কাঙ্খিত ফন্টটি।

0 মন্তব্য(গুলি)

পরিশ্রম ছাড়া অটোমেটিক ক্লিক করুন।(১ মেগা সফটওয়্যার)

আশাকরি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অটোক্লিক এর সফ্টওয়্যার। আজ অনেক খুজে বের করে আপনাদের সাথে শেয়ার করছি। শুধু সফ্টওয়্যারই নয়; সেই সাথে কিভাবে এটা কাজে লাগাতে হয় তাও বলবো।
প্রথমে নিচের দেওয়া লিংক থেকে মাত্র ১ মেগাবাইটের সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করে ফেলুন স্বাভাবিক নিয়মেই।
* কোথায় ক্লিক করতে চান আগে সেটা নির্বাচন করুন (চিত্রে * চিহ্নিত Tree আইকনে)
> এজন্য আপনাকে ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা কোথায় ছিল।
> ৩ নং এর Add 2 Script এ ক্লিক করুন।
> এবং ৪ নং - Left mouse click এ ক্লিক করুন।
> ব্যাস কাজ শেষ, দেখেনিন ৬ নং থেকে প্রথম বাটন সেট করা হয়েছে অর্থাৎ F5 প্রেস করলে এই স্ক্রীপটি অটো কাজ করবে। তারমানে আপনি কীবোর্ড থেকে F5 চাপলে অটো Tree আইকনটি সিলেক্ট হবে।
*******************************************
এবার দেখে নিন কিভাবে ডাবল ক্লিক এ রুপান্তর করবেনন।
> আগের কাজটুকু করার পর আবার ১ নং Set Pos এ ক্লিক করে ঐ Tree আইকনে ক্লিক করে কিছুক্ষন মাউজ ওখানেই রেখে দিন (২-৩ সেকেন্ড;ডিসপ্লে না আসা পর্যন্ত)
> ২ নং এ দেখতে পাবেন পজিশন অর্থাৎ মাউস পয়েন্টটা আগের পজিশনে আছে কি না ?
> যদি আগের পজিশনে থাকে তবে ৩ নং- এর Add 2 Script এ ক্লিক করুন। (সামন্য পজিশন পরিবর্তন হলে সমস্যা নাই)
> এবার ৫ নং এ Press Enter এ ক্লিক করুন।
হা হা হা, এবার F5 প্রেস করে দেখুন; পুরো Tree ফাংশনটিতে অটো ডাবল ক্লিক হয়ে রান করছে।
ডাউনলোড কবুন
0 মন্তব্য(গুলি)

ছোট একটি সফটওয়ার দিয়ে আপনার ছবি রিসাইজ করুন

ক্যামেরা কিংবা মোবাইলে আজকাল ছবি তোলা খুবই সহজ, চোখের পলকেই ছবি তুলে ফেলা যায়। কিন্তু এই সকল ছবি নানান সাইজের এবং নানান আকারের। কাজে বা ব্যবহারের সময় এই সকল ছবির সাইজ পরিবর্তন করতে হয়। অনেকে এই সহজ কাজটা করতে পারেন না। ফলে ব্যবহারের সময় ছবির সাইজ বিড়ম্ভনার কারন হয়। খুব সহজে আপনি আপনার ছবির সাইজ আপনার প্রয়োজনের সাইজে করে ফেলতে পারেন।
আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের অনেক ব্লগার ছবি সাইজ ঠিক করতে পারছেন না। একই পোষ্টে নানা সাইজের ছবি দিয়ে তিনি নিজে যেমন লজ্জা (!) পাচ্ছেন তেমনি আমাদেরও চোখের ১২টা (!) বেজে যাচ্ছে। নানা সময় নানা ব্লগার এ ব্যাপারে জানতে চান, কি করে ছবি রিসাইজ করে সুন্দর করে ছবি পোষ্ট দেয়া যায়।
ছবি রিসাইজ/ ছবির ফরমেট পরিবর্তনের নানা সফটওয়্যার এ দুনিয়াতে আছে। ফ্রীতে কিংবা টাকা দিয়ে কেনা যায়। তবে আমি যেহেতু সহজ অপারেট, টাইম সেইভ এবং টাকা নিয়ে মাথা ঘামাই তাই আজ আপনাদের আমি এমন একটি রিসাইজ ও রিফরমেট করার সফটওয়্যারের খোজ দিব (অন্য ভার্সান টাকা দিয়ে কিনতে হয়)। এই ভার্সানটি/ ইঞ্জিনটা ফ্রী! যা আমি অনেক দিন ব্যবহার করে উপকার পেয়েছি! আপনিও উপকার পেতে পারেন। তবে উপকার পেয়ে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।
এখান থেকে ডাউনলোড করুন
সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন। ব্যস – ডান বাম, উপর নীচের মেনু গুলো দেখুন। কত সোজা। আর কি চাই। প্রান খুলে মজা লুটুন। নিম্মে ছবি দেখনু -
তবে ছবি রিসাইজ করাতে একটু বুদ্দি খাটাতে হবে। ইঞ্চি, পিক্সেল নাকি সিএম! শুধু রিসাইজ করে ছবির ১২টা বাজাবেন না। একটু হিসাব করে কাজটা করতে হবে। অঙ্কের খেলা। দুইভাবে এ সফটওয়্যার ব্যবহার করে ছবি রিসাইজ করতে পারেন। একটা অটোমেটিক অন্যটা নিজের ইচ্ছা মত। নিম্মে একটা নমুনা দেখুন!
ছবিটা ভাল, সব পড়া যাচ্ছে!
ছবিটা ছোট, সব পড়া যাচ্ছে না! বে সাইজ!
0 মন্তব্য(গুলি)

অদৃশ্য ফোলডার তৈরী করুন without any software

১:প্রথমে একটি ফোলডার তৈরি করুন
২:এবার ফোলডার টি রিনেম করুন এবং new folder লেখাটি হাইলাইট করা অবস্হায় ALT +0160 চাপুন।তারপর enter চাপুন।দেখবেন নামহীন ফোলডার তৈরি হয়েগেছে।

বি:দ্র:নামহীন ফোলডার তৈরি হয়েগেছে।এখন আমরা অদৃশ্য ফোলডার তৈরী করব।
৩।এখন ফোলডার এর properties এ গিয়ে change icon এ কিলিক করুন।

৪।এখন নিচের চিত্র অনুযায়ী ঐ অদৃশ্য icon টি তে click করুন।

৫।আর OK করে বেরিয়ে আসুন এবং দেখুন আপনার ফোলডার টি অদৃশ্য হয়ে গেছে
৬।এখন ফোলডার এর উপর cursor রাখলে বুঝা যাবে যে সেখানে কোনো ফোলডার আছে।

৭।আর cursor না রাখলে ফোলডার টি আদৃশ্য হয়ে থাকবে
0 মন্তব্য(গুলি)

কোন সফটওয়্যার ছাড়াই পিসির আইপি এড্রেস পরিবর্তন করুন……

আজকে আমরা দেখব কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই পিসির আইপি এড্রেস পরিবর্তন করতে হয়।প্রথমে আপনাদেরকে http://freeproxylists.net/ এই সাইট এ যেতে হবে।তারপর যেই পেজটা আসবে সেখান থেকে আইপি এড্রেস ও পোর্ট নাম্বার নিয়ে নিতে হবে।এরপর আপনার নিজের ব্রাউজার এর প্রক্সি সেটিং এ জান।এবার http://freeproxylists.net/ এই পেজ থেকে নেওয়া আইপি এড্রেস ও পোর্ট নাম্বার প্রক্সি সেটিং এর আইপি এড্রেস ও পোর্ট নাম্বেরের জায়গায় বসিয়ে দিতে হবে।হয়ে গেল আপনার  আইপি এড্রেস পরিবর্তন এর কাজ............

0 মন্তব্য(গুলি)

আবার এসে গেলো টেলিটক ফ্রী নেট ফর আপনার জাভা, সিম্ব্রিয়ান, এন্ড্রোয়েড + pc ফুল স্পীড আনলিমিটেড browse+download whthout any vpn/soft (মেগা +গিগা+টেরা পোস্ট)

আস্সালামু আলাইকুম । কেমন আছেন আপনারা?

আশা করি ভালো ।  আমি আজ টেলিটকের ফ্রি নেটের পোস্ট দিচ্ছি ।

প্রথমেই বলে রাখি পোস্ট কপি করা -   ক্রেডিট সাগর ভাই - :)

তো সুরু করি -

কথা কম কাজ বেশি ।

Trick for জাভা

প্রথমে নিচের থেকে prov টা ডাউনলোড করুন ।
click here
এবার এটা আপনার ফোনে কন্ফিগার করে নিন ।
এবার নিচের থেকে UC Browser টা ডাউনলোড করুন ।
click here
এটা আমি আগে থেকেই এটা মোড করে দিয়েছি তাও আবার একটু স্টাইলিশ ভাবে মোড করে দিয়েছি ।
আপনার কোন কিছু চেন্জ করা লাগবে না Save দিয়ে ইনস্টল দিন । এখন ঝাপিয়ে পড়ুন আনলিমিটেড ব্রাউজিং এবং ডাউনলোড ।

Trick for সিম্ব্রিয়ান

প্রথমে নিচের মত করে একটা ম্যানুয়াল কন্ফিগার করে নিন ।
Name: Sajid
apn: internet
proxy: 188.040.121.056
port: 80
এখন আপনার পছন্দমত একটা UC Handler ডাউনলোড করুন ।
এবং নিচের CGI টা কপি করে Front quary তে বসান ।
wap.portal.teletalk.com.bd/~aet/cgi-bin/nph-foo.cgi/sagor/http/
এবার Save দিন এবং ঝাপিয়ে পড়ুন ।

Trick for এন্ড্রোয়েড

প্রথমে নিচের মত করে সেটিংস করুন ।
Name: SAjid
apn: internet
proxy: 188.040.121.056
Port: 80
এবার দেখুনঃ
পদ্ধতি ১।
আপনি চাইলে উপরের UC টা J2me runner.apk দিয়েও চালাতে পারেন ।
পদ্ধতি ২।
UC Browser handler.apk ডাউনলোড করে সিম্ব্রিয়ানের টিক্সটা ফলো করুন ।

পিসি ব্যাবহার করিদের জন্য কিছু না দিতে পারার জন্য দুখিঃত তবে একটা ধারনা দিচ্ছি ।

প্রথমে পিসির জন্য একটা UC Browser handler ডাউনলোড করুন ।
এবং Setting.exe টাতে Proxy & port বসান । এবং Handler menu তে উক্ত CGI টা বসান ।
নোটঃ এখানে বলে রাখা ভালো যে আমি এটা আমাদের 2G নেটওয়ার্কে Nokia c1-01 এ চালিয়েছি ।
সুতরাং নিজের দায়িত্বে ট্রাই করবেন ।
0 মন্তব্য(গুলি)

সহজেই NOTEPAD দিয়ে RAM কে CLEAN করুন।

আপনি যখন আপনার কম্পিউটারে গেইম্-স অথবা অনেকগুলো পোগ্রাম নিয়ে একত্রে কাজ করতে থাকেন তখন আপনার operating system টা স্লো থেকে স্লো-তর হতে থাকে। এক পর্যায়ে আপনার পুরো কম্পিউটার-টাই হ্যাং হয়ে যায়। এর অন্যতম মূল কারন হচ্ছে আপনার Ram এর উপর্যোপরি ব্যবহার।
তাছাড়া আপনার ব্যবহৃত পোগ্রামগুলোর অদৃশ্যেমান ফাইলগুলো আপনার Ram এর বিরাট একটা অংশ দখল করে থাকে। যাইহোক, এরূপ সমস্যা থেকে বাচতে চাইলে আপনার Ram কে সবসময় clean রাখুন।

যেভাবে আপনার কম্পিউটারের  RAM  কে NOTEPAD দ্বারা CLEAN রাখবেনঃ-
প্রথমে desktop এ গিয়ে একটি New text file ওপেন করুন। তারপর সেখানে নিচের লাইন টি টাইপ করুন।
FreeMem=Space(64000000)
এবার cleaningRAM.vbs নাম দ্বারা notepad ফাইল টি save করুন। [save করার সময় আপনাকে"All Files" option টি choose করতে হবে। তবে save করার সময় নামের শেষে যাতে .vbs লেখাটি থাকে সেটা সম্পর্কে নিশ্চিত হোন]
এরপর থেকে RAM কে clean রাখতে নিয়মিত file টি Run করুন।
আপনি চাইলে এটাকে edit করে নিচের লাইন টি দ্বারা সর্বোচ্চ cleaning সুবিধা ও পেতে পারেন। তাছাড়া এতে করে আপনার কম্পিউটার এর স্পিড ও বাড়াতে পারেন।
FreeMem=Space(1280000000)

আজকের পোস্ট টি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
0 মন্তব্য(গুলি)

এবার মুছে যাওয়া ফাইল গুলো খুব সহজেই পুনরুদ্ধার করুন আপনার মেমোরি, পেনড্রাইভ অথবা পিসি থেকে!

আপনাদের জন্য নিয়ে এলাম iCare Data Recovery Professional 5.0 Full Portable একদম ফ্রী !!! কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি সুবিধা পাচ্ছেন এই সফটওয়্যারটিতে-




১. Windows 7, Vista, XP and 2000. Including both 32-bit and 64-bit versions এ ব্যবহার করা যাবে।

২. পেন ড্রাইভ, পিসি, যে কনো ক্যামেরা সটীক, যে কনো মোবাইল মেমোরি কার্ড সকল প্রকার মেমোরি কার্ড থেকে এই ভাবে মুছে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন।
৩. অনেক বার পিসি ফরম্যাট দিলেও ডাটা গুলো উদ্ধার করা যাবে। তবে হার্ড ডিস্ক অনেক বার পার্টিশন দিলে কাজ নাও করতে পারে।

৪. ভাইরাসের কারণের হারিয়ে যাওয়া ফাইল ও উদ্ধার করতে পারবেন সহজে !!
আরেকটি বড় সুবিধা ব্যাড সেক্টর, ব্যাড ফরম্যাট বার অন্য কারণে হারিয়ে যাওয়া ফাইল গুলো ফেরত পারেন খুব সহজে !!
সুতরাং এখুনি নিয়ে নিন এই ফ্রী সফটওয়্যারটি!
ডাউনলোড করার নিয়মাবলী- প্রথমে Link টি তে প্রবেশ করুন। তারপর Regular download সিলেক্ট কর ১মিনিট অপেক্ষা করুন। তারপর Captcha এর ঘরে code টি দিয়ে Continue তে
সিলেক্ট করুন, সবশেষে Download the file-এ ক্লিক করুন। ব্যাস, ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন সমস্যা হলে comment করুন।


ডাউনলোড লিঙ্কঃ 

2 মন্তব্য(গুলি)

TeamViewer এর সাহায্যে PC এর control

আজকে আমি আপনাদের PC  এর  control  নিয়ে মজার একটি টিউন করব। আপনি নিজের বাসায় বসে আপনার বন্ধুর বা যে কারো PC  এর  control  করতে পারবেন। মাত্র ছোট্ট একটি  software দিয়ে এ কাজটি আপনি করতে পারবেন। এই software দিয়ে আপনি যা যা করতে পারবেন:


  1. অন্যের PC  এর সব  documents  দেখতে পারবেন।
  2. যেকোন  folder  এ ঢুকতে পারবেন।
  3. অন্যের PC  এর সব  documents  আপনার PC  তে নিয়ে আসতে পারবেন।
  4. অন্যের PC  থেকে  Internet ব্যবহার করতে পারবেন। আরো অনেক কিছু।
তাহলে দেখা যাক কিভাবে তা কাজ করে:
প্রথমে software টি download করে নিন।  (A) Installer download. অথবা (B) Portable download.
এরপর .exe file টিতে ডাবল click করুন। নিচের মত দেখা যাবে।
Install option এ click করে নিচের  next button এ click করুন।

এবার  personal/ Non commercial use  এ click করে নিচের  next button এ click করুন।

এবার I accept the terms of the License Agreement  এবং I agree that I will only use TeamViewer for non commercial and private use বক্সে টিক চিহ্ন দিন এবং next button এ click করুন।

এবার  choose installation type dial box আসবে। সেখান থেকে No (default) অখবা Yes বাছাই করুন। অবশ্য পরবর্তীতে এটি পরিবর্তন করা যাবে।
এবার Desktop থেকে  Team Viewer টি  open করুন।

সেখানে আপনি Id এবং password দেখতে পাবেন। আপনার বন্ধু ও একইভাবে Id এবং password দেখতে পাবেন । সেটি সংগ্রহ করুন। এবং এটি নিদ্র্স্ট স্থানে বসান।

এভাবেই আপনার বন্ধু বা যে কারো PC  এর  control নিতে পারবেন। এতে অবশ্যই তার সম্মতি লাগবে।

Download :
Installer file
Portable file


1 মন্তব্য(গুলি)

!!! রেজিষ্ট্রেশন ছাড়াই সম্পূর্ণ ফ্রি পিসি-টু-মোবাইল কল !!!

রেজিষ্ট্রেশন ছাড়াই পুরোপুরি ফ্রি আপনার পিসি থেকে মোবাইলে কল করতে চান। হ্যাঁ সম্ভব। কেবল মাত্র নাম্বার টাইপ করুন। আর ডায়াল বাটনে ক্লিক করুন। ফোন পৌঁছে যাবে আপনার কাংখিত ব্যক্তির নিকট। কোন জটিল ব্যাপার নয় কেবল আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে http://www.evaphone.com টাইপ করে এন্টার প্রেস করুন।
মোবাইল নাম্বার টাইপ করার বক্স আসবে। এখানে কাংখিত নাম্বার টাইপ করুন যেমন 8801821109229 । এবার ডায়াল বাটনে ক্লিক করুন।
তবে দু:খের বিষয় হচ্ছে দৈনিক একটার বেশী কল করতে পারবেন না। তবুও মাগনা পাইলে আলকাতরাও ভালা।
0 মন্তব্য(গুলি)

সফটওয়ার বানান সহজেই ::Mega Post::

সফটওয়ার ইন্সটল করার ক্ষেত্রে ইন্সটলারের অবদান অনেক । কেননা সফটওয়ারগুলো ব্যবহার করার জন্য
বিসমিল্লাহির রহমানির রহিম ।
Smart Install Maker Screenshot
ফাইলগুলো c ড্রাইভের কিছু ডিরেক্টরিতে থাকা প্রয়োজন। যেটা নতুনদের জন্য একদম অসম্ভব ।
আর তাই ইন্সটলার ফাইলে কমান্ড দেওয়ার মাধ্যমে সফটয়ারের ফাইলগুলো প্রয়জনীয় ডিরেক্টরিতে চলে যায় ।
আর এভাবেই সফটওয়ারটি ব্যবহার উপযোগী হয় । এখন প্রশ্ন হলো ইন্সটলার কী ?
ইন্সটলার হলো বিশেষ ধরণের প্রোগ্রাম । সহজ কথায় আমরা যেকোনো পোগ্রাম ইন্সটল করতে যে ফাইল্টিতে বার বার  Next বাটন চাপতে হয় সে ফাইলটিকে
ইন্সটলার বলে । অনেকের মণেই এই চিন্তা জাগে যে,আমিও যদি এই ইন্সটলার ফাইল বানাতে পারতাম । আপনিও যদি সেই গ্রুপের সদস্য হোন তাহলে এই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন ।
এই রকমই ইন্সটলার ফাইল বানানোর সফটয়ার  Smart Install Maker.কি ভাই আমার কথা শুনে গুগল সার্চ করছেন ? সেই ভুল করবেন না । আসলে এইসব সফটওয়ার সার্চ করে বের করা বিরক্তিকর ব্যাপার। আর তাই ঝটপট এই লিঙ্কে গিয়ে ফাইলটি নামিয়ে নিন ।
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন :
Smart Install Maker 5.4
সফটওয়ারটির কাজ পানির মত সহজ । তাই টিউটোরিয়াল দেখালাম না । আর বেশী কিছু লেখার প্রয়োজনীয়তাও মনে করছি না ।
1 মন্তব্য(গুলি)
 
Powered By : Rayhan | RAJOTTO.COM | raihan@timepass.com
Copyright © 2013. We_Sure - All Rights Reserved
এই ধরণের ব্লগ তৈরী করতে এখনি যোগাযোগ করুন
017-561-561-86 raihan@timepass.com